আমাদের দেশে অনেক ছেলে ঘরে বসে আছে ,কারণ দেশে কোনো কাজ নাই। ভাই আমি আপনাকে বলি শোনো , আমার কথা গুলো মনোযোগ দিয়ে শোনো। আপনার কোন দরণের কাজ করা লাগে না, ঘরে বসে বসে মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা ইনকাম করতে পারবে , শুধু আপনার কাজ করার জন্য ইচ্ছে শক্তি থাকা লাগবে , আপনার কাছে যদি ইচ্ছে শক্তি না থাকে তা হলে আপনার জীবনে কোনো কিছু করতে পারবে না, আমি জানি আপনি কাজ করবেন। এই কাজ করার জন্য আপনার ২ টা জিনিস দরকার হবে।
1. মোবাইল
2. ইন্টারনেট
এখন মোবাইল সবাই কাছে আছে , যে কোনো Android মোবাইল হলে হবে। মোবাইলের মধ্যে একটা Gmail Account তৈরি করে নিবেন, আপনার সঠিক নাম ব্যবহার করে Gmail Account খোলা পরে, সেই Gmail Account দিয়ে ১ টা YouTube চ্যানেল তৈরি করে নিবেন। এবার আপনি বলবেন ভাই আমি তো YouTube চ্যানেল তৈরি করতে পারি না। চিন্তা করার দারকার না ,আমি বলে দিয়েছি কিভাবে YouTube chanel তৈরি করবেন। আপনি YouTube এ চলে যাবেন, YouTube এ আসি Search করবে, How to create new youtube chanel 2024 |
দেখবে অনেক ভিডিও চলে আসবে, যে কোন একটা ভিডিও দেখে আপনি YouTube Chanel তৈরি করে নিবেন। YouTube Chanel তৈরি করার পরে , এবার আসবে ভিডিও তৈরি করার কাজ। আপনি আমাকে বলতে পারেন ভাই আমি কি ভিডিও তৈরি করবো।
আমি বলি ভাই , আপনি কি করতে ভালোবাসেন , সেই টা নিয়ে ভিডিও তৈরি করেন। না হয় আপনি এই গুলো নিয়ে কাজ করতে পারেন।
যেমন …….
1. Vlog Video
2. Funny Video
3. Tech Video
4. Comedy Video
5. Food Vlog Video
এখান থেকে যে কোনো ১ টা নিয়ে ভিডিও তৈরি করা শুরু করুন। না হয় আপনার মনে যা চাই তা নিয়ে ভিডিও তৈরি করুন। কিন্তু নিয়মিত কাজ করতে হবে ,দেখবেন ৩ থেকে ৪ মাসের মধ্যে আপনি ভালো কিছু করতে পারবেন |
আর ১ টা কথা, YouTube জন্য যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিও গুলো Facebook ও আপলোড দিবেন। Facebook Page তৈরি করা সহজ , তৈরি করতে না পারলে YouTube এ গিয়ে Search করবেন। How to create Facebook page 2024 লেখে।
দেখবেন অনেক ভিডিও চলে আসবে যে কোন একটা ভিডিও দেখে একটা Facebook Page তৈরি করে নিবেন। আপনি ভিডিও গুলো YouTube and Facebook দুই জাগায় আপলোড দিবেন। প্রথম ৩ মাস কোন টাকা আসবে না,আর অনেক কষ্ট করতে হবে। ৩ মাস পরে দেখবে তুমি , তোমার আর চাকরি দরকার হবে না। তুমি মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা ইনকাম করে ফেলতে পারবে। আমি আপনাকে কথা দিচ্ছি ,আপনি যদি মন দিয়ে কাজ করেন আপনি সফল হবেন।
3 Comments